ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অনলাইনে শিক্ষা সনদ সত্যায়ন

অনলাইনে শিক্ষা সনদ সত্যায়ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এখন থেকে সব সনদ অনলাইনে সত্যায়ন সম্পন্ন করা যাবে। িি.িসুমড়া.নফ ওয়েব সাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন পূর্বক সব প্রক্রিয়া সম্পাদন করে আবেদন করতে হবে। এছাড়া ছজ কোড স্ক্যানের মাধ্যমেও আবেদন করা যাবে। পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের সনদ সত্যায়ন প্রক্রিয়া এখন থেকে অনলাইনে সম্পন্ন করা যাবে। আমাদের শিক্ষার্থীদের জটিলতা দুর হওয়ার সাথে সাথে দুর্ভোগ কমবে, সময় বাঁচবে ও অর্থ সাশ্রয় হবে। সহজেই শিক্ষার্থীরা সনদ সত্যায়ন করতে পারবেন। পাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরী গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ বিষয়ে জরুরি প্রয়োজনে আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইইই বিভাগ, পাবিপ্রবি। মোবাইল-০১৭৪৫-৩৬৩৮২৮ এবং মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক, পাবিপ্রবি।

০১৭১৭-৮৮৮৯৫১ এ নাম্বারে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত