বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জের সদর থানায় হত্যা মামলায় গজারিয়ায় রিফাত হোসাইন রিপন ওরফে মালদ্বীপ রিপন (৪০) নামে এক আওয়ামী লীগের সমর্থক গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাকে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাত ৭টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিচর গ্রাম থেকে রিপনকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মৃত কামাল উদ্দিন ব্যাপারীর ছেলে এবং সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফয়সাল আহমেদ বিপ্লবের বিশ্বস্ত ও আস্থাভাজন কর্মী এবং আওয়ামী লীগের একজন কট্টরপন্থি সমর্থক বলে জানা যায়। গজারিয়া থানার ওসি আমিনুল ইসলাম জানান, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।