কেরু চিনিকলের ২০২৪-২৫ আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

গত শুক্রবার দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন শিল্প প্রতিষ্ঠান কেরু এন্ড কো¤পানি চিনিকলের ২০২৪-২৫ মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গত শুক্রবার বিকালে। মোট ৬৫ মাড়াই দিবসে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে সাড়ে ৪ হাজার ২০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবারের মাড়াই মৌসুমে। চিনি আহরণের গড় হার ধরা হয়েছে ৬ দশমিক ০ শতাংশ। এ উপলক্ষে এদিন বিকাল চারটার সময় মিলের কেন কেরিয়ার প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেরু এন্ড কো¤পানির ব্যবস্থাপনা পরিরাচালক মোহাম্মদ রাব্বিক হাসান এফসিএমএ। এ সময় রাব্বিক হাসান বলেন.তার মিলটির চিনি কারখানায় লোকসান কমাতে ও লাভজনক করতে নানামুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইক্ষু রোপন ও কৃষকদের সুযোগ-সুবিধার দিকে বেশি নজর দেয়া হচ্ছে। কৃষকদের আখচাষে উদ্বুদ্ধ করতে সভা-সমাবেশ অব্যাহত রেখেছেন। কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন, আখ কর্তনের ক্ষেত্রে দা বা হাসুয়া ব্যবহার না করে কোদালের মাধ্যমে কর্তন করলে বেশি ফলন ও মুনাফা অর্জন সম্ভব হবে। তাই সবাই কোদালের সাহায্যে গোড়া থেকে আখ কর্তন করবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্র। এ সময় তিনি বলেন, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সকলে যদি তাদের কর্ম ক্ষমতার সর্বোচ্চ টুকু দেন তাহলেই আমরা আশাবাদী লক্ষমাত্রা অর্জনের মাধ্যমে লাভের মুখ দেখবো। সরকারের এ মূল্যবান সম্পদ রক্ষা পেলেই এতদ্বাঞ্চলের কৃষক ভাইয়েরা যেমন অর্থনৈতিক সুবিধা ভোগ করতে পারবেন, তেমনি সরকারের খাতায় জমা হবে রাজস্ব। তাই আসুন সরকারের মূল্যবান এ সম্পদ রক্ষায় বেশি বেশি করে আখচাষ করি। এবারের মাড়াই মরসুমে মিলকে লাভজনক অবস্থায় পৌঁছাতে যা করণীয় তা দ্রুততার সঙ্গে গ্রহণ করা হবে। কৃষকদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে সংশি¬ষ্ট বিভাগের কর্তাদের নজর সর্বদা সজাগ থাকতে হবে। দায়িত্ব ও কর্তব্যে কারো যেন আন্তরিকতার ঘাটতি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আকবার আলী শেখ, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শহিদুল কলিম, জেলা প্রশাসক জহিরুল ইসলাম, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, প্রধান রসায়নবিদ আনিসুল আজম, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারন সম্পাদক হাফিজুর রহমান। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমতাজ মহল, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি শরীফ উদ্দিনসহ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কেরু চিনিকলের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ চিনিকল শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের অন্যান্য নেতারা, আখচাষি ও সুধীজন উপস্থিত ছিলেন। চলতি আখ রোপণ মৌসুমে মিলজোন এলাকায় সর্বোচ্চ পরিমাণ আখ চাষ করায় উপর্যপূরী তৃতীয় বারের মতো উথলীর আখচাষি শামীম আল হাসানকে নগদ অর্থ ও ক্রেষ্ট তুলে দিয়ে পুরস্কৃত করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সব অতিথি ও সুধীজনদেরকে সাথে নিয়ে মিলের কেন কেরিয়ারে আখের আটি নিক্ষেপের মাধ্যমে চলতি ২০২৪-২৫ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্র।