রাতের আধারে ছিন্নমূল ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন।
গত শুক্রবার রাতে বালিয়াটি জমিদার বাড়ি, পশ্চিম চালা এলাকা, সাটুরিয়া হাসপাতাল রোড এবং কালুশাহ মাজার এলকায় এই কম্বল বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, মানিকগঞ্জ জেলা পরিষদ থেকে ৩ শতাধিক কম্বল হাতে পেয়েই তা বিতরণ শুরু করতে নেমেছি।