পাওয়ার লুম মালিককে পিটিয়ে হত্যায় আটক চার
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মাধবদীর কাঁঠালিয়ায় পাওয়ালুম মালিক শ্রমিকদের বাগবিতণ্ডায় মালিককে পিটিয়ে হত্যা করা অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি গতকাল নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, গত শুক্রবার রাত ২টার দিকে ইউনিয়নের কৌলাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পাওয়ারলুম মালিক ওই গ্রামের আলকাছ মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৪৫)। ওসি মোহাম্মদ নজরুল ইসলাম আরো জানান, খবর পেয়ে গতকাল শনিবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে প্রেরণ করেছেন।