ইসলামি আন্দোলনের গণসমাবেশ
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ, প্রতিনিধি
ইসলামি আন্দোলন বাংলাদেশ মহাকালি ও বজ্রযোগিনী ইউনিয়ন শাখার আয়োজনে গত শুক্রবার মুন্সীগঞ্জ সদর উপজেলার মদিনাবাজারে ইসলামি আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণ সমাবেশে প্রধান অতিথির ভাষনদেন ইসলামি আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার সহ-সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন বেপারী। প্রধান মেহমান হিসাবে বক্তব্য দেন সেক্রেটারি মুফতি শাহাদাত হোসাইন লষ্করপুরী, প্রধান আলোচক ছিলেন যুগ্ম সম্পাদক মুফতি সানা উল্লাহ কাসেমী, ইসলামী যুব আন্দোলনের সদর থানার সভাপতি কাউসার হামিদী প্রমুখ। গণসমাবেশে ১ম অধিবেশনের সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের বজ্রযোগীনি ইউনিয়নের সভাপতি মো. মোশারফ শেখ ২য় অধিবেশনের সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাকালি ইউনিয়নের সভাপতি মো. আকবর হোসাইন মোল্লা। গণসমাবেশে বক্তারা বলেন আসছে জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে কাজ করতে হবে।