দুই বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান এবং ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এনামুল হক খানকে ( দুজনেই দত্তের গাঁও এর কৃতি সন্তান) সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় গাঁও সংঘের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নরসিংদী জজকোর্টের সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এমএ হান্নান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোশাররফ হোসেন ভূঞা ও সাইফুল ইসলাম খান মিনু, গাঁও সংঘের রাখিল খান, সমাজ সেবক আসাদুজ্জামান খান প্রমুখ। এছাড়া কাস্টমসের অতিরিক্ত কমিশনার হাছান মুহাম্মদ তারেক রিকাবদার, সাবেক শিক্ষা কর্মকর্তা নুরুদ্দিন দর্জিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন- সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপু, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক, সাবেক সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসান।