চোরাই তেল উদ্ধার গ্রেপ্তার দুই
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি তেল চুরি করার দায়ে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। এ সময় ৭ ব্যারেল চোরাই ডিজেল তেলসহ একটি ট্রলার জব্দ করা হয়। গতকাল শনিবার ভোর রাতে দৌলতদিয়া ২নং ফেরি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তাররা হলেন- দৌলতদিয়া মজিদ শেখের পাড়া এলাকার মৃত ছলিম শেখের ছেলে মো. কামাল শেখ ও নাছির সরদারের পাড়ার আ. সাত্তার ব্যাপারীর ছেলে হাবিল ব্যাপারী। দৌলতদিয়া নৌপুলিশ সূত্র জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরি এবং নৌরুটের নাব্যতা সংকট কাটাতে নিয়োজিত খননযন্ত্রের সরকারি তেল চুরির জন্য একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। দুর্গম এলাকা এবং নদীর মাঝখানে এই চুরি সংঘটিত হওয়ায় এর সঠিক তথ্য ও প্রমাণ পাওয়া কঠিন ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোরে দৌলতদিয়া ২নং ফেরি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭ ব্যারেল ডিজেল তেলসহ একটি ট্রলার জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোট ১,৪০০ লিটার জ্বালানি ডিজেল তেলসহ একটি ট্রলার জব্দ ও চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই তেল খননযন্ত্র বা ফেরির কাজে ব্যবহৃত হওয়ার কথা ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করা হয়েছে। উদ্ধার তেল ও ট্রলার পুলিশের হেফাজতে রয়েছে।