ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মাদ্রাসার জমি উদ্ধারে সংবাদ সম্মেলন

মাদ্রাসার জমি উদ্ধারে সংবাদ সম্মেলন

নেত্রকোণার পূর্বধলায় মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার নামে থাকা জমি উদ্ধারে সংবাদ সম্মেলন করেছে পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটি। গতকাল পূর্বধলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুর রাসিদ লিখিত বক্তব্যে বলেন, ১৯৮০ সালে সাবেক সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ আলী নাম অনুসারে স্টেশন সংলগ্ন রেলওয়ের জায়গায় মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠিত হয়। খুব সুন্দর মতোই চলছিল মাদ্রাসার কার্যক্রম। পরবর্তীতে হঠাৎ করে ১৯৯৬ সালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আংশিক কার্যক্রম পরিচালিত হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য রেলওয়ে স্টেশন বাজারের পূর্ব দিকে নির্দিষ্ট জায়গা থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক ভাবে দীর্ঘদিন ধরে মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার দখল করে রেখেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. শাহজাহান। এছাড়াও মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার জায়গায় পাঁচটি দোকান ঘরের ভাড়া ও জামানতসহ প্রায় ৪০ লাখ টাকা আত্মসাধের অভিযোগ করা হয় শাহজাহানের বিরুদ্ধে। খুব দ্রুত সময়ের মধ্যে মোহাম্মদীয়া মাদ্রাসার জায়গা ছেড়ে প্রকৃত জায়গায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের দাবি করা হয় সংবাদ স্মমেলনের মাধ্যমে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত