গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইসলামী জলসার অতিথি বানানোকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মী মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের আন্তত ১৪ জন আহত হয়েছেন। এছাড়া আরো কয়েকজন আহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার সকালের দিকে সাঘাটা উপজেলার পল্টন মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- স্থানীয় বিএনপির সেলিম আহমেদ তুলিপ, বাবু মিয়া, আব্দুর রাজ্জাক মিয়া, সুমন দেব, সিরাজুল ইসলাম, পিন্টু মিয়া, ছাত্রদলের জাকিরুল ইসলাম, যুবদলের আনিছুর রহমান ও স্থানীয় জামায়াতের আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, সাজু মিয়া, রুহুল আমিন, আসাদুল ইসলাম। এছাড়া আরো কয়েকজন আহত রয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। স্থানীয়রা জানান, সাঘাটা ইউনিয়নের সরদারপাড়া গ্রামে ইসলামী জলসায় অতিথি বানানোকে কেন্দ্র করে শনিবার সকালে উপজেলার বিএনপি-জামায়াতের নেকাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৪ জনের বেশি নেতাকর্মী আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, জামায়াত-বিএপির কর্মী সমার্থদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।