বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বা. জা. ফে-০৮) দিনাজপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুল (বাংলা স্কুল) হলরুমে শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা, জেলা আইনজীবী সমিতির সাবেক ধর্মীয় ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাইনুল আলম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মেহেরাব আলী।