হালুয়াঘাটের তেলিখালী সীমান্তে ৩৩ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৭৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি।
গত মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সিও লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার। বিজিবি জানায়, গত সোমবার গভীর রাতে উপজেলার তেলিখালী সীমান্তে মায়াকাশী নামক স্থানে চোরাকারবারিরা অভিনব পন্থায় অবৈধভাবে ভারতীয় জিরা পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তেলিখালী ক্যাম্পের বিজিবির টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বস্তাগুলো রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে টহলদল ২ হাজার ৭৬০ কেজি জিরার জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।