মাদকসহ দুই যুবক আটক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়ার মো. হাসেম সরদারের ছেলে শরিফুল ইসলাম অর্নব (২৬) ও শাহাজুদ্দিন বেপারী পাড়ার মজিবর মন্ডলের ছেলে মমিন মন্ডল (৩০)। গতকাল পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার ওসি মফিজুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকালে জেলা গোয়েন্দা শাখার একটি দল দৌলতদিয়া ৪নং ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে সিদ্দিক কাজীর পাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পিস ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম ও মমিন মন্ডলকে গ্রেপ্তার করা হয়।