ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নানা আয়োজনে বড়দিন পালিত

নানা আয়োজনে বড়দিন পালিত

যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে গতকাল বুধবার খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। এই ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। এ দিনটিকে ‘বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।

বগুড়া : যথাযথ মর্যাদায় গতকাল বুধবার শহরের গোহাইল রোডে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়। এ উপলক্ষে প্রার্থনা, ধর্মীয় গান, আলোচনা সভা, কেক কাটা ও কীর্তন অনুষ্ঠিত হয়। বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর উপাসনালয়ে বড়দিনের কেক কাটেন পুলিশ সুপার জেদান আল মুসা। এ উপলক্ষে গির্জাগুলোকে সাজানো হয নতুন আঙ্গিকে। বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও মিডিয়া মুখপাত্র সুমন রঞ্জন সরকার, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈন উদ্দিন, এ্যাড. বার্নাড তমাল মন্ডল, অর্পনা প্রামানিক, মাইকেল আশের বেসরা, ছবি বিশ্বাস, মার্গারেট বন্দনা দাস জুঁই, রোনাল্ড প্রামানিক, টোনাম সরকারসহ প্রমুখ। বগুড়া জেলা পুলিশ প্রশাসন ও আকবরিয়া লিমিটেড্ বড়দিনের কেক ও শিশুদের জন্য চকলেট প্রদান করে। বগুড়ায় সবক’টি চার্চে উদযাপিত হয় বড়দিনের আনুষ্ঠানিকতা

মুন্সীগঞ্জ : উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন হয়েছে। গতকাল সকালে শহরের নয়াপাড়ায় শিশু নিকেতন বিদ্যালয়ে ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হয় বড়দিনের কর্মসূচি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চে পালক জেমস রবিন সরকার, সাধারণ সম্পাদক সলেমান গোমেজ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক মাসুদ রানা, এলাকার গন্যমান্য ব্যাক্তি জসিম মিয়া, রনি গুপ্ত, চঞ্চল, সাইদ সহ খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। অনুষ্ঠানে আসা অতিথিরা কেক কেটে বড়দিনের আনন্দে শামিল হন। মুন্সীগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক সলেমান গোমেজ বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। বড়দিনের এই আয়োজন সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দেয়। অনুষ্ঠানে অতিথিরা শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করেন যা আয়োজনকে আরও আনন্দমুখর করে তোলে। মুন্সীগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চের আয়োজনে বিশেষ প্রার্থনা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

রাজবাড়ী : গতকাল সকালে শহরের ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হয় বড়দিনের কর্মসূচি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুই এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ-উল-হাসান। অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ অতিথিরা কেক কেটে বড়দিনের আনন্দে শামিল হন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। বড়দিনের এই আয়োজন সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দেয়। অনুষ্ঠানে অতিথিরা শিশুদের মাঝে উপহার বিতরণ করেন, যা আয়োজনকে আরও আনন্দমুখর করে তোলে। সকাল থেকেই চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। যা পরিচালনা করেন রাজবাড়ী চার্চের যাজক জেমস হালদার।

গাইবান্ধা : গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে খ্রিষ্টান শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, কেক কাটা, মিষ্টি মুখ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অভিজিৎ দাস ববির সভাপতিত্বে সভায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন, আমিনুল ইসলাম গোলাপ, ওয়াজিউর রহমান রাফেল, দেবাশীষ দাস দেবু, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অ্যাড. মুরাদ জামান রাব্বানী, চুনি ইসলাম, রেবতী বর্মণ, গোলাম রাব্বানী মুসা, শহীদ আহমেদ, অঞ্জলি রানী দেবী, রওশন আরা মুক্তি, মুনির হোসেন সুইট, ব্রিটিশ সরেন, সৌমেন গোস্বামী, পপি রোজারিও প্রমুখ।

টাঙ্গাইল: মধুপুরে বসবাসরত খ্রিস্টান ধর্মের অনুসারীরা প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বড়দিন উদযাপন করেছে। কর্মসূচির মধ্যে ছিল- আলোকসজ্জ্বা, আরাধনা, আচারানুষ্ঠান, প্রার্থণা ও কেক কাটা ইত্যাদি।

মধুপুর উপজেলার আড়নখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশমাইল ক্যাথলিক খ্রিস্টানদের কেন্দ্রীয় মিশনারীতে যীশু খ্রিস্টের জন্মদিনের কেক কাটা হয়। জলছত্র মিশনারী ধর্ম পল্লীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি ও মধুপুর থানার ওসি এমরানুল কবির জন্মদিনের ওই কেক কাটেন। এ সময় এ ধর্ম পল্লীর আওতাধীন সকল খ্রিস্টান ধর্মের অনুসারীদের আগমনে মিশনারির আঙিনা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত