সরকারি খাল অবমুক্ত করার দাবি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সরকারি খাল অবমুক্ত করার দাবিতে গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিমডাঙ্গা এলাকার জমির মালিক, কৃষক কৃষাণীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ষাটগম্বুজ ইউনিয়ন খাজা খানজাহান আলীর স্মৃতিবিজড়িত একটি ঐতিহ্যবাহী এলাকা। একসময় এখানে প্রচুর ধান, মাছ, সবজিসহ নানা ফসল উৎপাদিত হতো। কৃষি ও সুপেয় পানির জন্য খানজাহান আলী (র.) এ অঞ্চলে বহু খাল ও বিল খনন করেছিলেন। তবে সময়ের বিবর্তনে এসব সরকারি খাল দখল করে চিংড়ি চাষ শুরু হয়েছে। কিছু প্রভাবশালী চিংড়ি ব্যাবসায়ী নিয়মিতভাবে রেকর্ডীয় প্রবাহমান খাল দখল করে মাছ চাষ করছে বলে স্থানীয়রা প্রান্তিক কৃষকদের অভিযোগ। মানববন্ধনে কৃষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জামায়াত নেতা মনজুরুল হক রাহাত যোগ দেন। তিনি সাংবাদিকদের জানান, আমরা জানি দির্ঘদিন কিছু দুবৃত্ত আমাদের এলাকার প্রবাহমান সরকারি খালগুলো দখল করে মাছ চাষ করে আসছে। আজ আমি যুবদের সাথে এই খালগুলো দখলমুক্ত করতে একমত পোষণ করছি। আমরা জানি ৫ আগস্টের পর সাধারণ মানুষ তার নিজ নিজ অধিকার বুঝে পাচ্ছে তারই ধারাবাহিকতায় আজ আমরা একমত হয়ে এই সরকারি খাল অবমুক্ত করতে চাই। এগুলো অবমুক্ত হলে আমাদের এই এলাকার হাজার হাজার কৃষক ধান ও মাছের সাথে অন্যন্য ফসল উৎপাদন করতে পারবে।