ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোণায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা সাংবাদিক সমাজ ব্যানারে গতকাল বৃহস্পতিবার জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ও বাংলাভিশনের জ্যেষ্ঠ প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, চ্যানেল আইয়ের প্রতিনিধি জাহিদ হাসান, বণিক বার্তা ও এনটিভির নিজস্ব প্রতিবেদক ভজন দাশ, সমকালের প্রতিনিধি খলিলুর রহমান শেখ ইকবাল, এশিয়ান টিভির নিজস্ব প্রতিবেদক আমিনুল ইসলাম, দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম, ময়মনসিংহ প্রতিদিনের প্রতিনিধি রোমান হাসানস প্রমুখ। জানা যায়, গত ১৭ ডিসেম্বর পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিক শফিকুল ইসলাম ও রোমান হাসান লাঞ্চনার শিকার হন। দূর্বৃত্তরা তাদেরকে একটি ঘরে আটকে মারধর করে। এতে শফিকুল ইসলামের একটি হাত ও একটি পা ভেঙ্গে যায়। ভূক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, জেলার কেন্দুয়া উপজেলার ছিলিমপুর এলাকায় সড়কের পাশে একটি বালুর স্তুপের ছবি ও ভিডিও ধারণ করছিলেন তারা। এই কারণে তাদের মারধোর করা হয়। স্তুপিকৃত বালু অবৈধভাবে উত্তোলন করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে এলাকার আব্দুল আউয়াল, বজলুর রহমান খান, সাইদ খান ও তাদের সহযোগীদের দায়ি করেন তারা। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করে পাওয়া যায়নি। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত