মানবিক-আদর্শিক-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরগুনার সৈয়দ ফজলুল হক কলেজের শিক্ষকরা গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। পাঁচ দফা লিখিত দাবিনামা উত্থাপন করেন অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতি বরগুনা জেলা শাখার সভাপতি জিয়াউল করিম। দফাগুলো হলো- বাংলাদেশকে একটি ‘শুদ্ধতম গণতন্ত্রের দেশে’ পরিণত করা।বাংলাদেশের জন্য শত বছরের উপযোগী রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিক ভবিষ্যৎ রূপরেখার চূড়ান্ত দলিল সৃষ্টি করে রাজনৈতিক দল ও সাধারণ জনগণের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করা যা বিশ্বব্যাপী ‘শুদ্ধতম গণতন্ত্রের চুক্তি’ হিসেবে পরিচিত হবে। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সাধারণ জনগণকে রাষ্ট্রের ‘এক্টিভ সুপ্রিম অথরিটি ‘সক্রিয় সর্বোচ্চ ক্ষমতাশীল কর্তৃপক্ষ’ হিসেবে প্রতিষ্ঠিত করা। ধর্ম-বর্ণ-গোত্র ভিত্তিক মূল্যবোধ পরিপূর্ণ সমুন্নত রাখতে এবং ‘মানবিক-আদর্শিক-সমৃদ্ধ বাংলাদেশ’ গড়তে আঞ্চলিক নাগরিক কমিটির মাধ্যমে অঞ্চল ভিত্তিক আগামী শত বছরের। উপযোগী উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা এবং রাষ্ট্রের সরাসরি তত্ত্বাবধানে দেশের প্রতিটি মন্ত্রণালয়ের প্রতিটি স্তরের উন্নয়নকে তরুণ-যুবক এবং অভিজ্ঞ নাগরিকদের মাঝে একটি প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত করা।