ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ট্রেনে কাটা পড়ে চা দোকানির মৃত্যু

ট্রেনে কাটা পড়ে চা দোকানির মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আলোকদিয়ার মোড় নামকস্থানে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চা দোকানি কোহিনুর বেগম (৪৪) নিহত হয়েছে। তিনি একই এলাকার আলোকদিয়ার গ্রামের হাসান শিকদারের স্ত্রী। ওই উপজেলার জামতৈল রেল স্টেশন মাস্টার আবু হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী ওই ট্রেন রেলসেতু পার হওয়ার সময় ওই চা দোকানি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রেল সেতু এলাকায় চা বিক্রি করছিল। পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত