যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মৎস্য লীগের সভাপতি এসএম মুনজুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে তাকে স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় গ্রেপ্তার করা হয়। পারিবারিক সূত্র জানায়, চেয়ারম্যান এসএম মুনজুর রহমানকে পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের বাসা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করেন। যশোর কোতোয়ালি থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, চেয়ারম্যান এসএম মুনজুর রহমানের বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। তাকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্প্রতি সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া বিলের একটি মাছের ঘেরের মালিকানা দাবি করে চেয়ারম্যান এসএম মুনজুর রহমান ও বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ থেকে অপসারণের দাবিতে এলাকাবাসী মিছিল, মিটিং অব্যাহত রাখে। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর সুফলাকাটি ইউনিয়ন পরিষদে জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয়। বিষয়টি যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামের স্বাক্ষরিত এক পত্রে নিশ্চিত হওয়া যায়।