মাদক ও দুর্নীতিমুক্ত রংপুর জেলা গড়ার ওপর গুরুত্বারোপ করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আবু সাইম।
গতকাল পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি জনগণের পুলিশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, জয়নাল আবেদীন, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী প্রমুখ।
সভায় রংপুর জেলার মাদক ব্যবসা, দুর্নীতিসহ নানা সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা।