ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গ্রাহকের ১২ কোটি টাকা আত্মসাৎ এনজিওর

গ্রাহকের ১২ কোটি টাকা আত্মসাৎ এনজিওর

চাঁপাইনবাবগঞ্জে বেরসরকারি উন্নয়ন সংস্থা ‘নিবিড়’ এর কর্মী ও গ্রাহকরা মিলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় কালেক্টরেট চত্বরে গ্রাকদের সঞ্চিত টাকা ফেরতের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। ভুক্তভোগী গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করে। এতে অংশ নেয় শতাধিক গ্রাহক। মানববন্ধনে জানানো হয়- ২০১১ সালে নিবিড় এনজিওটি শহরের শান্তিমোড়ে অফিস খুলে কার্যক্রম শুরু করে। বেসরকারি সংস্থাটির প্রায় ১০ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ১২ কোটিও বেশি টাকা সঞ্চয় করেছে কর্মীরা। আকস্মিকভাবে এনজিওটির পরিচালক মতিউর রহমান গ্রাহকদের টাকা ফেরত দিতে গড়িমসি শুরু করেন। গত মঙ্গলবার সংস্থাটির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করে গ্রাহকরা। এতে অফিসের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন সংস্থার পরিচালক। পরে পুলিশ তাকে আটক করে থানায় আনলে গ্রাহকরা থানাতেও অবস্থান কর্মসূচি পালন করেন। নিবিড় এনজিওর ম্যানেজার তহমিনা খাতুন রুমা বলেন, গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে মালিককে দিয়েছি। এখন টাকা ফেরতের জন্য গ্রাহকরা প্রচণ্ড চাপ দিচ্ছে। এরই মধ্যে আমরা ১৩ জন কর্মী সংস্থাটির পরিচালক মতিউর রহমানের নামে পৃথক পৃথক মামলা করেছি। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দিন বলেন, গত মঙ্গলবার দুপুরের দিকে এনজিওটির পরিচালক মতিউর রহমানকে আটক করা হয়। সেদিনই এক গ্রাহক প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মতিউরসহ ১২ জনের নামে থানায় প্রতারণা মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত