পাবনার সাঁথিয়ায় ইশতিয়াক (২১) নামে এক যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে পুলিশ সদস্য আনিসুর রহমান ও তার স্ত্রী সীমা খাতুন (৪০) এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার নন্দনপুর ইউনিয়নের জোড়গাছা গ্রামে। অপহৃত ইশতিয়াক ওই গ্রামের কামাল হোসেনের একমাত্র পুত্র। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় সাঁথিয়া থানায় নিখোঁজ ইশতিয়াকের মা শামসুন্নাহার বাদী হয়ে সুজানগর থানায় কর্মরত পুলিশ সদস্য আনিসুর রহমান ও তার স্ত্রী সীমা খাতুন (৪০), মেয়ে আশার বিরুদ্ধে অপহরণ করে গুম করে রেখে নির্যাতনের অভিযোগ দেন। অভিযোগে জানা গেছে, গত ২১ ডিসেম্বর ইশতিয়াক বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি না ফেরায় তার মা শামসুন্নাহার গত ২২ ডিসেম্বর সাঁথিয়া থানায় একটি জিডি করেন। যার নম্বর ১১৪৪। এদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায়, আসামি আনিসের শাহজাদপুরস্থ বাড়িতে তার হেফাজতে ইশতিয়াক আছেন। জানতে পেরে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান গত ২৩ ডিসেম্বর আনিসের মাধ্যমে ভিকটিমের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এর পর গত ২৪ ডিসেম্বর আনিসুর রহমান ছেলের স্বজনদের জানান, ইশতিয়াক বাড়ি থেকে চলে গেছে বাইরে যাওয়ার কথা বলে। এদিকে গত ৬ দিন ছেলে বাড়ি না ফেরায় তার পরিবার উদ্বিগ্ন উৎকণ্ঠায় দিন যাপন করছে। তারা আরো অভিযোগ করে বলেন যে, তার ছেলে ইশতিয়াককে বাথরুমে আটকে প্রচণ্ড মারধর করা হয়েছে। যা তারা তার ছেলে আনিসের জিম্বায় থাকা অবস্থায় জানতে পারে। এমতাবস্থায় ছেলেকে সুস্থ ফিরে পেতে তার মা শামসুন্নাহার গত বুধবার সন্ধ্যায় সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন।