ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

খুলনার কয়রায় শাকবাড়িয়া নদী ও কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে পুরোদমে। প্রশাসনের নজরদারি উপেক্ষা করে মাসের পর মাস প্রভাবশালী কয়েকটি চক্র বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে। সূত্র জানায়, শাকবাড়িয়া নদীর জোড়শিং, খাসিটানা, আটিহারা, বজবজা, মঠবাড়ি, তেতুলতলা, কপোতাক্ষ নদের চরামুখা, মেদেরচর, কাশিরহাট, কাটকাটা, পদ্মপুকুর, ঘাটাখালি, গোবরা, দশালিয়া এলাকা থেকে প্রতিদিন প্রভাবশালী চক্র আইনের তোয়াক্কা না করে রাতের অন্ধকারে বালু উত্তোলনে ব্যস্ত সময় পার করছে। উপজেলা প্রশাসন কপোতাক্ষ নদের দশালিয়া, গোবরা, ঘাটাখালিতে বালু ওঠানো বন্ধ করে দিলেও অসাধু চক্রগুলো আবারো বালু উত্তোলন শুরু করেছে। সরকারি কাজের দোহাই দিয়ে অসাধুচক্র রাতের অন্ধকারে বালু উত্তোলের কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি চরামুখা বেড়িবাঁধ সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নৌ পুলিশ বালু ভর্তি বার্জ আটক করে আবার ছেড়ে দেয়। বর্তমানে শাকবাড়িযা নদীর আংটিহারা, জোড়শিং, খাসিটানা ও বজবজা, কাটকাটার চর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত লক্ষ লক্ষ ফুট বালু গাববুনি, গাতিরঘেরি, আংটিহারা, গোলখালি, জোড়শিং, দশালিয়া বেড়িবাঁধ সংলগ্ন কয়েকটি মাঠে মজুদ করা হয়েছে। এ সমস্ত বালু কয়েকজন সাব ঠিকাদার জিও ব্যাগে ভর্তি করে নদীর কিনারে রাখাসহ প্লেসিং ব্লক তৈরির বড় বড় মাঠে বালু মজুদ করছে। ঠিকাদারের সঙ্গে আর্থিক চুক্তিতে অসাধু চক্রগুলো শাকবাড়িয়া ও কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত