ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্যালিয়েটিভ কেয়ারে জনসচেতনতা বৃদ্ধিতে মতবিনিময়

প্যালিয়েটিভ কেয়ারে জনসচেতনতা বৃদ্ধিতে মতবিনিময়

প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের উদ্যোগ এবং আয়াত এডুকেশনের আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।আয়াত এডুকেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুমিত বণিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক’র নারায়ণগঞ্জ প্রতিনিধি এমএ খান মিঠু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক’র ফটো সাংবাদিক তাপস সাহা, সাংবাদিক আতাউর রহমান, প্রণব কৃষ্ণ রায়, সাবিত আল হাসান, মো. সাইফুল ইসলাম, আফসানা আক্তার, মোবাশ্বির শ্রাবণ, সাইফুল ইসলাম, জুম্মন সোহেল, রায়হান কবির নিলয় প্রমুখ। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে গণমাধ্যমে প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের সহায়তা প্রাপ্তি ও অংশগ্রহণ বৃদ্ধি করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত