সিরাজগঞ্জ চেম্বারের নতুন সভাপতি

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। গতকাল শুক্রবার ওই ইন্ডাস্ট্রির হলরুমে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৪০তম বার্ষিক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ। তিনি এ সংগঠনের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সভায় নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, সিরাজগঞ্জের ব্যবসা-বাণিজ্য উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কাজ করবো। এ জেলার উৎপাদিত পণ্য যেন দেশে ও দেশের বাইরে রফতানি করে অর্থনৈতিক বিপ্লব ঘটানো যায়। এ লক্ষে ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার করেন।