ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভারতীয় জিরা কসমেটিকস জব্দ

ভারতীয় জিরা কসমেটিকস জব্দ

হবিগঞ্জ জেলার মাধবপুরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন এসব তথ্য দেন। বিজিবি জানায়, এর আগে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি টহলদল জেলার মাধবপুর উপজেলার সীমান্ত পিলার ১৯৮৩-এম থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদীশপুর নামক স্থানের ঢাকা-সিলেট মহাসড়কে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালামাল বোঝাই একটি ট্রাক টহল দলের কাছে পৌঁছলে ট্রাকটি থামার জন্য সিগন্যাল দেয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরে ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরা ২ হাজার ৩২৫ কেজি ও বিভিন্ন প্রকার উন্নত মানের কসমেটিকস ৪৮ হাজার ৯০২ পিস জব্দ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত