বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রসুল্লাবাদে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে চতুর্থবারের মতো বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রসুল্লাবাদ দাখিল মাদ্রাসায় এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাঈদ ফাউন্ডেশনের কর্ণধার ও নবীনগর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সায়েদুল হক সাঈদ।

আয়োজকরা জানায়, সায়েদুল হক সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ পরিচালনা করা হচ্ছে।

ফ্রি চিকিৎসা সেবা নবীনগরের প্রত্যেক জন-সাধারণের নিকট পৌঁছে দিতে এ কার্যক্রম চলমান থাকবে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ডাক্তারদের তত্ত্বাবধানে ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। এতে স্বাগত বক্তব্য রাখেন, রসুল্লাবাদ ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। এ সময় বড়াইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক, রসুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল হক, রসুল্লাবাদ দাখিল মাদ্রাসার সুপার মো. জালাল উদ্দিন এছলাহী, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন, রসুল্লাবাদ বাজার কমিটির সভাপতি মোহাম্মদ দুলু বেপারী, পোস্ট মাস্টার হাবিবুল্লাহ বাহার, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহানুর, ওয়ার্ড মেম্বার জালাল উদ্দিন, রসুলাবাদ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, বিএনপি নেতা রিয়াজ উদ্দিন মুন্সি উপস্থিত ছিলেন।