ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চোরাই গরুর সন্ধানে গিয়ে মিললো চোরাই মোটরসাইকেল

চোরাই গরুর সন্ধানে গিয়ে মিললো চোরাই মোটরসাইকেল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হাচেন মোল্লার পাড়ায় চোরাই গরুর সন্ধানে গিয়ে ১০টি ষার গরু, একই নাম্বার প্লেটের দুটি মটরসাইকেলসহ গাজী হাওলাদার ওরফে গাজী কসাই (৭৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া হাচেন মোল্লা পাড়ার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে। গতকাল বিকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় অনুসন্ধানে নেমে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিনগত রাত ৩টার দিকে গাজী হাওলাদার ওরফে গাজী কসাইয়ের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়িতে কতগুলো গরু রয়েছে জানতে চাইলে সে গরুর সংখ্যা বলতে না পাড়ায় সন্দেহ ঘনিভূত হয় এবং গাজির দেয়া তথ্য মতে তার বাড়ি থেকে ১০টি ষার গরু ও একই নাম্বার প্লেটের দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় গরুগুলো বিক্রির উদ্দেশে বিভিন্ন এলাকা থেকে বাকিতে ক্রয় করে তার বাড়িতে এনে রেখেছেন। পরবর্তীতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল মহোদয়কে অবগত করে ১০টি ষার গরু, দুটি মোটরসাইকেলসহ গাজী হাওলাদারকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই করে গরুগুলোকে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এবং একটি মোটরসাইকেলের সঠিক তথ্যাদি দেয়ায় ওই মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। তবে নাম্বার বিহীন নীল রংয়ের আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলের বিষয়ে সঠিক কোন তথ্যাদি দিতে না পারায় চোরাই হিসেবে মোটরসাইকেলটিসহ গোয়ালন্দ ঘাট থানায় গাজির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে গতকাল শুক্রবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরো বলেন, আর বিভিন্ন এলাকায় চুরি হওয়া গরুগুলো আগেই সরিয়ে ফেলা হয়েছে কি-না অথবা জবাই করে মাংস হিসেবে বিক্রি করে ফেলেছে কি-না এ বিষয়ে অধিকতর তদন্ত চলমান বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত