নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল মানুষ সংস্কৃতিজন রফিকুদ্দোলা রাব্বি স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে নওগাঁর সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন- একুশে পরিষদের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান ও বিন আলী পিন্টু, সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এমএম রাসেল, নাগরিক স্মরণ সভার আহ্বায়ক ডা. মো. ময়নুল হক দুলদুল ও সদস্য সচিব মনোয়ার লিটন, বরেন্দ্র কবি ও সাংবাদিক ফরিদ করিম, রাজা ফকির, নিমাই সরকার, মাগফুরুল হাসান বিদ্যুৎ, রফিকুল ইসলাম মন্টু, জাহাঙ্গীর ইসলাম বুলবুল ও অনিমা দেবনাথ প্রমুখ।