ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অডিটোরিয়াম থেকে যুবকের লাশ উদ্ধার

অডিটোরিয়াম থেকে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরিত্যক্ত শহীদ এম মনসুর আলী আধুনিক অডিটোরিয়াম থেকে যুবক বাবু মিয়ার (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ওই উপজেলার উদগাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে। কাজিপুর থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামটি ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে পুড়িয়ে দেয়ার পর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল। ওই অডিটোরিয়ামের ভিতরে প্রায় ১৫ ফুট উঁচুতে থাকা সাউন্ডবক্স চুরি করার জন্য উপরে উঠতে গিয়ে পড়ে গিয়ে সে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ গত শুক্রবার তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত