ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

কিশোরগঞ্জের ভৈরবে জনস্বার্থে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে স্বর্বস্তরের ব্যবসায়ীদের বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৌর পার্কের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত সমাবেশে বিভিন্ন ব্যবসায়ী ও মালিক সমিতির নেতারাসহ সর্বস্তরের শত শত মানুষ অংশগ্রহণ করেন। ভৈরব চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জাহিদুল হক জাবেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপি নেতা জিল্লুর রহমান, ফুটওয়ার ইন্ডাস্ট্রিয়াল এসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান জিসান, কয়েল মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ ও ছবিঘর শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক হাজি মোস্তফা কামাল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত