কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘তাড়াইল রাইজিং’ শিরোনামে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের এ সভা হয়। গতকাল তাড়াইল উপজেলা জাতীয় নাগরিক কমিটির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় অনুষ্ঠিত। মুফতি মিজানুর রহমানের সঞ্চালনায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাড়াইল উপজেলা থেকে শহীদ হওয়া রুবেলের বড় ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাগরিক কেন্দ্রীয় সংসদের সদস্য ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতী আজাদ খান ভাসানী।