ঢাকা ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রংপুর চেম্বারের বার্ষিক সাধারণ সভা

রংপুর চেম্বারের বার্ষিক সাধারণ সভা

রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র ৫১তম বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুরে চেম্বার প্রেসিডেন্ট মো. আকবর আলীর সভাপতিত্বে ৫১তম বার্ষিক সাধারণ সভায় আলোচ্যসূচি মোতাবেক বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও প্রেসিডেন্ট কর্তৃক বার্ষিক প্রতিবেদন পেশ ছাড়াও রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ০১-০৭-২০২৩ থেকে ৩০-০৬-২০২৪ পর্যন্ত ১২ মাসের নিরীক্ষিত বার্ষিক অডিট রিপোর্ট ও স্টেটমেন্ট অব একাউন্টস, ২০২৫ সালের অডিটর নিয়োগ এবং ২০২৪ইং সালের সংশোধিত ও ২০২৫/২০২৬ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। অতঃপর উপর্যুক্ত বিষয়সমূহ সঠিক থাকায় উপস্থিত সদস্যগণ সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন। সভাপতির অনুমতিক্রমে বার্ষিক সাধারণ সভার বিভিন্ন পর্বের আলোচনায় অংশ গ্রহণ করেন চেম্বারের সহ-সভাপতি মো. মোজাম্মেল হক ডাম্বেল, চেম্বারের সাবেক পরিচালক শাহজাহান বাবু, চেম্বারের সাধারণ সদস্য কামাল হোসেন, সোহেল মো. নূরে এলাহী, মাসুম খান, ময়েন উদ্দিন, আবু ছালেক, সালাকুর রহমান, রশিদুস সুলতান বাবলু, তাজুল ইসলাম সরকার, রাশেদ রানা রাসু, মো. আজিজুল্ল্যাহ, পার্থ বোস, আরিফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, সামসুদ তিবরীজ, মিজানুর মোর্শেদ। তারা প্রত্যেকেই রংপুর চেম্বারের কর্মকাণ্ডকে আরো বেশি গতিশীল ও ত্বরান্বিত করতে গঠনমূলক প্রস্তাব রাখেন। বার্ষিক সাধারণ সভায় রংপুর চেম্বারের সভাপতি মো. আকবর আলী রংপুর বিভাগের উন্নয়ন, ব্যাংকিং খাত,তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং সার্কভূক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে আগামী বছরে ওয়ার্কশপ/সেমিনার আয়োজনের মাধ্যমে রংপুর বিভাগের অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বিদ্যমান পরিচালনা পর্ষদের মেয়াদকালে ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়ন কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, আমদানি-রপ্তানি, ব্যাংকিং, ভ্যাট-ট্যাক্স ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন ফোরামে সভা/সেমিনারের আয়োজন করা হয়। এসব সভায় ব্যবসায়ী ও শিল্পপতিদের বিভিন্ন সমস্যা নিরসনের ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেছি এবং এরই মধ্যে অনেকগুলো সমস্যার সমাধান করেছি। এছাড়া তিনি দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত