ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে আটক ১০

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে আটক ১০

গতকাল শনিবার টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন- ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত খালাই মিয়া ওরফে কালাম মিয়ার ছেলে সুরত মিয়া, একই গ্রামের আবু মিয়ার মেয়ে তাসলিমা, মৃত ইউনুস আলীর মেয়ে আসমা বেগম, মৃত কালাম মিয়ার মেয়ে মোছা. আলেয়া, আব্দুল কাদিরের মেয়ে সোনিয়া আক্তার, নুরু মিয়ার মেয়ে মোছা. রিফা আক্তার, একই উপজেলার সরাইল গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে আকলিমা বেগম, একই জেলার সরাইল উপজেলার বন্দরআটি(সাবদু মিয়ার বাড়ি) গ্রামের মৃত সমুজ আলীর মেয়ে সেলিনা বেগম, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের রমজান মিয়ার মেয়ে জুলেখা বেগ এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল টেকিপাড়া গ্রামের ছামসুল হকের ছেলে সেলিম সরকার। প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, গ্রেপ্তাররা গাজীপুরের সালনা থেকে গত শুক্রবার রাতে একটি হায়েচ গাড়ি নিয়ে মির্জাপুরের সোহাগপুরে এসে একটি হিন্দু বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ডাকাত দলের নারী সদস্যরা শাখা-সিঁদুর পড়ে সনাতন ধর্মাবলম্বী সাজছিল। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ওসি এবিএমএস দোহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহৃত হায়েচ গাড়িটিও জব্দ করা হয়। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মনির হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় করেছেন। পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন বাড়িতে ডাকাতির আগে নানা তথ্য সংগ্রহ করে নিজেদেরকে সেভাবে প্রস্তুত করে নেয়। পরে কৌশলে বাড়িতে ঢুকে ডাকাতি করে চলে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত