ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দুপক্ষের সংঘর্ষে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত

দুপক্ষের সংঘর্ষে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত

পটুয়াখালীর বাউফলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলায় ৫ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার সমর্থিত স্থানীয় ছাত্রদলের কয়েক নেতাকর্মী চর ফেডারেশন এলাকায় জমি দখল করতে যায়। এ খবর পেয়ে বিএনপি নেতা মুনির হোসেন সমর্থিত নেতাকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে ছাত্রদলের জয়, রেদোয়ান, ইয়াসিন ও মো. সজল আহত হন। এ ঘটনার জের ধরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলামের নেতৃত্বে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম আহমেদ তুহিনের উপর হামলা চালায় ৪০/৪৫ জনের একটি দল। আত্মরক্ষার জন্য বিএনপি নেতা তুহিন স্থানীয় একটি দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়ে আরেকদফা তার উপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। ওই দোকানে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় তুহিনকে। পরে পুলিশ ওই দোকানে গিয়ে বিএনপি নেতা তুহিনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, জসীম আহমেদ তুহিন একজন নম্র ভদ্র নেতা। তাকে অপমান অপদস্ত মেনে নেয়া যায় না। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাউফল থানার ওসি তদন্ত আতিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা তুহিন পুলিশের হেফাজতে রয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থ নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত