বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শেরপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক দের সাথে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও করণীয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার রাতে শহরের হোটেল আয়সার ইনে এ মতবিনিময় করা হয়। সভার শুরুতে উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন জামায়াত নেতারা। জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সদর-১ আসনের জামায়াতের মনোনয়ন প্রত্যাশি হাফেজ রাশেদুল ইসলাম। জেলা জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বশীল গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল বাতেন, শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমীন, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, দপ্তর সম্পাদক মারুফুর রহমান, সাংবাদিক আবু হানিফ নোমান, সাংবাদিক মো. ছামিউল আলম সোহান প্রমুখ। এ সময় জামায়াত নেতারা বলেন, বিগত সময়কালে বছর কে বছর আমাদের কথা বলার বাক স্বাধীনতাকে হরণ করে রাখা হয়েছিলো। শুধু আমাদেরকেই নয় সাংবাদিকদেরকেও এমনটাই করা হয়েছে যা ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কলম বন্ধ করে রাখা হয়েছিল। সাদাকে সাদা কালোকে কালো বলার স্বাধীনতা ছিল না। আজ আমরা সবাই মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে যেত চাই।