ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পাঁচ শতাধিক পরিবারের বসতঘর রক্ষার দাবি

পাঁচ শতাধিক পরিবারের বসতঘর রক্ষার দাবি

মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের নতুন চলমান বেড়িবাঁধের কাজ পুরনো বাঁধ থেকে কিছুটা সরিয়ে করার দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা থেকে শুরু করে লতাখালী পর্যন্ত বেড়িবাঁধের পাশে থাকা ৫ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। গতকাল রোববার উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের লতাখালী নামক স্থানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসি জানান-মনপুরা উপজেলাকে নদী ভাঙন থেকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে। এতে মনপুরা উপজেলাবাসী অনেক খুশি। কিন্তু উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা থেকে শুরু করে লতাখালী পর্যন্ত বেড়িবাঁধের পাশে থাকা পুরাতন বেড়ি বাঁধের মধ্যে নতুন বেড়ি বাঁধটি নির্মাণ করা হলে বেড়িবাঁধের সঙ্গে থাকা প্রায় ৫ শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হবে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে ওইসব অসহায় ও হতদরিদ্র পরিবারগুলো। এছাড়াও ২০ হাজার গাছ, সংরক্ষিত বন, মসজিদ ও কবরস্থান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবে।

তাই নতুন বেড়িবাঁধটি পুরনো বেড়িবাঁধ থেকে ৫০/৬০ মিটার পশ্চিমে সরিয়ে করলে এই ক্ষতি থেকে রক্ষা পাবে অসহায় দরিদ্র পরিবারগুলো। তাছাড়া এই ৫ শতাধিক অসহায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পক্ষে টাকা খরচ করে বসতঘর সরিয়ে নেয়া সম্ভব নয়। তাই দ্রুত নতুন বেড়িবাঁধটি পুরনো বাঁধ থেকে সরিয়ে নির্মাণ করার উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানান তারা। এ সময় বক্তব্য রাখেন- সেলিম মালতিয়া, কবির হাওলাদার, জাকির হাওলাদার, মো. রিয়াজ প্রমুখ। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের নতুন বেড়িবাঁধ নির্মাণে সৃষ্ট সমস্যা সমাধানের প্রতিকার চেয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসি স্বাক্ষরিত আবেদনপত্র প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত