‘সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া জাতীর উন্নতি সম্ভব নয়’

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ, প্রতিনিধি

অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাষ্ট্র ও সমাজ বিরোধী আগ্রাসন প্রতিরোধে নওগাঁয় জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে শহরের চকদেবপাড়া শহিদুলের মোড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর সভাপতি কাজী মহিউদদীন আলমগীরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন- সাবেক অধ্যাপক জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে এবি পার্টির আহ্বায়ক অ্যাড. কাজী আতিকুর রহমান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আব্দুর রহিম, সাম্প্রদায়িক ছাত্র যুব জনতা ঐক্য পরিষদের আহ্বায়ক ও আগ্রাসন প্রতিরোধ মঞ্চের সাধারণ সম্পাদক এমরুল আখিয়ার পরাগসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দলের নেতাকর্মী ও ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পরেও বিভিন্ন দলীয় পরিচয়ে অনেকেই দেশের জনগণের ওপর আগ্রাসন চালাচ্ছেন। দলমতের উর্ধ্বে গিয়ে এই আগ্রাসন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আঁচ লাগতে দেয়া হবে না। বক্তারা আরো বলেন- সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জাতীর উন্নতি সম্ভব না। শুধু বিদেশ না দেশীয় আগ্রাসনও বন্ধ করতে হবে। ভারতীয় সংস্কৃতি দেশীয় সংস্কৃতিকে গ্রাস করছে। গত ১৫ বছরে যা ধ্বংস হয়েছে তা উদ্ধার করতে হবে। এ সংগঠনের উদ্দেশ্য বিষয়বস্তু সারাদেশব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ করছে।