খামার থেকে গরু-ছাগল লুট

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ডাকাতেরা খামার মালিক সুলতানের (৪৫) হাত-পা বেঁধে রেখে দুটি ষাঁড় গরু ও ৪টি পাঁঠা ছাগল ট্রাকে তুলে নিয়ে গেছে। জানা যায়, বগুড়ার সারিয়াকান্দি গ্রামের মনসুর আলীর ছেলে সুলতান সিরাজগঞ্জ-বগুড়া পুরাতন সড়কের পাশে দেলমুড়া এলাকায় ইটভাটার পশ্চিমে জায়গা ভাড়া নিয়ে খামার গড়ে তোলে। গতকাল ভোরে ট্রাকযোগে ডাকাতেরা ওই খামারে প্রবেশ করে মালিকের হাত-পা বেঁধে ৪টি গরু ছাগল ট্রাকযোগে নিয়ে যায়।

রায়গঞ্জ থানার ওসি আসাদুর রহমান বলেন, গতকাল অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে এখনও অভিযোগ পায়নি। তবে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।