ঢাকা ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ছড়াখালে গোসল করতে নেমে পানিতে ডুবে তছলিমা জান্নাত (১৬) নামে একস্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুচর ষোলহিস্যা এলাকার বগাছড়ি ছড়াখালে এ দুর্ঘটনা ঘটে। নিহত তছলিমা জান্নাত ওই এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে। সে ডুলাহাজারা কলেজিয়েট ইন্সটিটিউটের দশম শ্রেণির ছাত্রী ছিল। ডুলাহাজারা কলেজিয়েট ইন্সটিটিউটের পরিচালনা কমিটির সদস্য খালেদ চৌধুরী বলেন, বগাছড়ি ছড়াখালে সহপাঠীদের সঙ্গে গোসল করতে যায় তছলিমা। এ সময় ছড়া খালের পানিতে ডুব দেয়ার পরপরই সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি তছলিমার সঙ্গে থাকা অন্যান্য সহপাঠীদের নজরে আসলে তারা তাকে খালের পানিতে খুঁজতে থাকে। তবে কিছুক্ষণ পর পরই তছলিমার লাশ ভেসে উঠে। এ সময় স্থানীয় লোকজন তছলিমাকে উদ্ধার করে পার্শ্ববর্তী গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত