মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিউটিতে থাকা অবস্থায় পুলিশের গাড়িতে দ্রুতগামী কভার্ডভ্যানের ধাক্কায় এসআইসহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। এর আগে গত শনিবার রাত ৪টার দিকে মহাসড়কের তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- গজারিয়া থানার এসআই বিজন বাড়ৈ ও গাড়িচালক মো. দিদার।