ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

‘নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়’

‘নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়’

নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব, কিন্তু উন্নয়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাটুরিয়ার উপজেলার গোপালপুর আনন্দ মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আফরোজা খান রিতা বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার বিগত দিনে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি।

কিন্তু বিএনপিকে জনগণের মন থেকে দূরে সরাতে পারেনি তারা। যার প্রমাণ আজকের সভায় মানুষের ঢল। তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের দোহাই দিয়ে দুর্নীতি করেছে। ১৬ বছরে এই গোপালপুর ধলেশ্বরী নদীতে ব্রিজ করে নাই। আমার মরহুম বাবা গোপালপুর উচ্চ বিদ্যালয় উদ্বোধন করার অপরাধে বিদ্যালয়ে আজ পর্যন্ত কোনো বরাদ্দ দেয়নি আওয়ামী ফ্যাসিবাদী সরকার। এ সময় সাধারণ জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিনসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত