ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হোপ সংস্থার আয়োজনে গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব- অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পৌরসভাধীন আলীয়াবাদ হোপ প্রধান কার্যালয় প্রাঙ্গণে চিতই পিঠা, সন্দেশ পিঠা, মাংস পুলি, সাঝের পিঠা, বিস্কুট পিঠা, ঝিনুক পিঠা, প?্যারা পিঠা, পাটিসাপটা, ধুপি পিঠা, পাকন পিঠাসহ ৭১ রকমের পিঠার আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
হোপ কার্য নির্বাহী পর্ষদের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সহ-সভাপতি আবু কাওছারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল। অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য রাজিব আহসান চৌধুরী পাপ্পু, এডাব ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি এসএম শাহীন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, হোপের নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান কল্লোল।