লালমনিরহাট জেলার উন্নয়ন ও অগ্রতির জন্য সব শ্রেণি পেশার মানুষকে নিয়ে ‘কেমন লালমনিরহাট দেখতে চান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।গতকাল লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দিন ব্যাপী এ সেমিনারে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলার তিস্তা থেকে বুড়িমারি পর্যন্ত সম্পুর্ণ জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা লালমনিরহাট জেলার বিভিন্ন সমস্যা, সংকট ও সম্ভাবনা তুলে ধরেন এবং লালমনিরহাট জেলাকে আগামীতে কেমন রুপে দেখতে চান তা আশাবাদ ব্যক্ত করেন।