অবহিতকরণে সংবাদ সম্মেলন

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের দাবির পরিপ্রেক্ষিতে বন্ধ ৬টি চিনিকল খুলে দেয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রংপুর প্রেসক্লাব সংলগ্ন সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বন্ধ চিনিকল চালুকরণ টাস্কফোর্স কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দল্লাহ ক্বাফী রতন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিনিকল চালুকরণ টাস্কফোর্স কমিটির অন্যতম যগ্ম আহ্বায়ক মানস নন্দী, আলতাফ হোসেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিপিবির রংপুর জেলা সভাপতি শাহাদাত হোসেন, আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম কমিটি রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কাফি সরকার, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রেজা, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন তিতু প্রমুখ।