ঢাকা ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গোডাউনে ভিম ধসে শ্রমিকের মৃত্যু

গোডাউনে ভিম ধসে শ্রমিকের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা গোডাউনে ভিম ভেঙে মাথায় পড়ে লোড আনলোড শ্রমিক আব্দুল হামিদের (৫০) মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে জগতবের ইউনিয়ন মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল হামিদ পাটগ্রাম পৌর শহরের কালিরথান, চাত্রারপাড় এলাকার মৃত এন্তাজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার রাতে কিছু শ্রমিক গোডাউনের ভেতরে ভুট্টার বস্তা লোড ও আনলোড করছিলেন। এমন সময় হঠাৎ গোডাউনের একটি দেয়াল বিকট শব্দে ভেঙে পড়ে। এসময় পাশেই থাকা কয়েকজন শ্রমিক তা দেখে দৌড়ে প্রাণ বাঁচালেও, আব্দুল হামিদ দেয়ালের কাছাকাছি থাকায় তার কিছু করার সুযোগ ছিল না। শেষ পর্যন্ত দেয়ালটি তার উপরে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত