ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ।
গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকতা এরশাদুল আহমেদ উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের অংশগ্রহণ ও বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সবার দোয়া, সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন।
একই সাথে ঈশ্বরগঞ্জ উপজেলাকে মাদক, জুয়া ও যানযটের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করতে চান। এক্ষেত্রেও তিনি সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরেন। সেখানে ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ গত ২৬ ডিসেম্বর এ উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি ময়নসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৪ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায়।