টুকরো খবর

কারখানায় আগুন

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের কালুরঘাটে বেইজ টেক্সটাইলের পরিত্যক্ত কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকালে আগুন জ্বলতে দেখে ফায়ার স্টেশনে খবর দেন স্থানীয় লোকজন। কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দীন বলেন, কারখানাটি কয়েক বছর ধরে বন্ধ ছিল। কিছুদিন ধরে সেখান থেকে মালামাল চুরি হয়ে যাচ্ছিল। সকালে কারখানার একটি ভবনে আগুন লাগে।

সেখানে কিছু খালি কার্টন ছাড়া তেমন কিছু ছিল না। খবর পেয়ে সকাল ৯টার ২০ মিনিটে স্টেশনের দুইটি গাড়ি গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।