ইতিহাসে সবচেয়ে বড় অর্জন ৭১

মিরাজ মিয়া

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর, প্রতিনিধি

জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মোহাম্মদ মিরাজ মিয়া বলেছেন, জাতীয় নাগরিক কমিটি নিয়ে একটি বিতর্কিত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি না কিংবা মুক্তিযুদ্ধকে মানি না। আমি স্পষ্ট করে বলতে চাই জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এখন পর্যন্ত সবচাইতে বড় অর্জন হচ্ছে ৭১। অর্থাৎ ৭১ এর মতো অর্জন ও গৌরব আমাদের ইতিহাসে আর আসবে না। গত রোববার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটির ‘চাঁদপুর রাইজিং’ মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যেটা বিশ্বাস করি-ভাষা আন্দোলন, সালামণ্ডজব্বার, রফিক থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া, ৯১ এর স্বৈরাচারী আন্দোলনে শহীদ নুর হোসেন এই সব শহীদদের যে রক্ত, এই রক্তের যদি মূল্যায়ন করা হতো, তাহলে ২৪ এসে আবু সাঈদ এবং মুগ্ধেরমত ২ হাজার লোককে জীবন দিতে হতো না। এই বাংলাদেশের সৃষ্টি থেকে যে যে অবস্থান থেকে এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। জাতীয় নাগরিক কমিটির উদ্দেশে সম্পর্কে তিনি বলেন, দেশের শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে যেসব লোকজন সংস্কার করতে চায়। সে মানুষগুলোকে আমরা একত্রিত করার চেষ্টা করছি। যেসব মানুষগুলোকে নিয়ে আমরা শিক্ষা ক্ষেত্রে শিক্ষার বিপ্লব ঘটাতে পারবো।

আমাদের ডাক্তার উইং আছে, যাদের মাধ্যমে স্বাস্থ্য সেবা ক্ষেত্রে সব দুর্নীতি সংস্কার করে নতুনভাবে সাজাতে পারবে এবং আমরা ডাক্তারদেরকে একত্রিত করার চেষ্টা করছি। মিরাজ মিয়া বলেন, যারা বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রশ্নে এক তাদের সবাইকে একই সুতায় নিয়ে আসার চেষ্টা করছি। এই সুতার মধ্যে সেখানে ডান থাকবে, বাম থাকবে, সেখানে ইসলাম ধর্মে বিশ্বাসী একজন মুসলিম থাকবে, হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী ব্যাক্তি থাকবে, একই সঙ্গে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ব্যক্তিও থাকবে। তিনি বলেন, আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেখানে রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা হবে না। সেখানে সবার ধর্মকে সম্মান করা হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থান সম্পর্কে তিনি বলেন, একটি দল বলছে জুলাইয়ে কোন গণঅভ্যুত্থান হয়নি। আরেকটি দল নির্বাচনে যাওয়ার জন্য জুলাইয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে এটাকে অস্বীকার করছে।