নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশের তৈরি অত্যাধুনিক পিস্তলসহ এসএম ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ফতুল্লা মডেল থানার উত্তর কাশিপুর আলীপাড়াস্থ বেবি বেগমের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এসএম ফাইয়াজ হাসান নিলয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর পুত্র। বর্তমানে তারা স্ব-পরিবারে ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়া জামতলা এলাকায় বসবাস করে। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহায়তায় কাশিপুর এলাকা থেকে আমেরিকার তৈরি গুলিবিহীন ম্যাগজিন ও একটি পিস্তলসহ এসএম ফাইয়াজ হাসান নিলয়কে গ্রেপ্তার করা হয়।